নেইমার এই মৌসুমেই পিএসজি ছাড়তে চায়। আর তাকে কিনতে প্রস্তত রিয়াল মাদ্রিদ এবং বার্সালোনা।
তবে কিছুদিন আগেও নেইমারকে কেনার জন্য কোন ক্লাবের অফার পাওয়ার কথা অস্বীকার করলেও সেখান থেকে সরে এসেছে পিএসজি। দলটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়েছে- কথা এগিয়েছে অনেকদূর।
পিএসজির লিগে ওপেনিং ম্যাচে নেইমার থাকছে না। আর সেই না থাকার কারণও এটাই। যদিও দলটির কোচ টুখেল জানিয়েছে নেইমার ইনজুরি।
লিওনার্দো বলেন, আগের চেয়ে কথা বার্তা অনেক বেশি এগিয়েছে। তবে এখনো কোন চুক্তি হয়নি। দেখা যাক ভবিষ্যতে কি হয়।