সামার দলবদলে নেইমারকে অনেক কেনার চেষ্টা করেছিল বার্সালোনা। কিন্তু শেষ পর্যন্ত পিএসজির উচ্চ দাবীর কাছে হার মানতে হয় স্পানিশ দলটিকে।
তবে সামারে না পেলেও তাকে বার্সালোনা পেতে পারে জানুয়ারীর দলবদলে। কেননা নেইমারকে জানুয়ারীতেও বিক্রি করতে পারে পিএসজি যদি সঠিক অফার আসে।
ইতালিয়ান দৈনিক তুতুস্পোর্ট জানিয়েছে, পিএসজি নেইমারকে জানুয়ারীতেও বিক্রি করতে প্রস্তুত। যদি সঠিক দাম পায় তাহলে বিক্রি করতে রাজি হবে তারা।
কিন্তু কথা হচ্ছে আসলেই কি পিএসজি নেইমারকে বিক্রি করবে?
উয়েফা চ্যাম্পিয়নস লিগে যদি পিএসজি তখন ভালো অবস্থানে থাকে তখন তারা নেইমারকে বিক্রি করবে কিনা সেটা নিয়েই রয়েছে সবচেয়ে বড় সন্দেহ।
আর যদি নেইমারকে তারা বিক্রি করেই তাহলে কি বার্সালোনা কিনতে রাজি হবে? কিছুদিন আগেই বার্তামেউ জানিয়েছিল জানুয়ারীর দলবদলে নেইমারকে কেনার পরিকল্পনা তাদের নেই। তাছাড়া জানুয়ারীতে নেইমারকে কিনলেও তারা নেইমারকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পাবে না। কেননা পিএসজির হয়ে অবশ্যই নেইমার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে। আর সেটা হলেই দ্বিতীয় কোন দলের হয়ে খেলতে পারবেনা এই মৌসুমে। এমন খেলোয়াড়কে কি তখন কিনবে বার্সা!