অ্যাশেজের টেস্টের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচে ২৫১ রানে হেরেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৯০ রানের লিড নিয়েও এই ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছে তারা।
এদিকে এই জয়ের মধ্যদিয়ে এজবাস্টনে প্রায় ১৮ বছর পর জয় পেল অস্ট্রেলিয়া। ২০০১ সালে সর্বশেষ এজবাস্টনে জিতেছিল অজিরা।
এজবাস্টনের মাটিতে ইংল্যান্ড সব ধরণের ক্রিকেটেই ২০০১ সালের পর আর কোন ম্যাচে জিতেনি। এতদিনের অধরা সেই জয়টাই এবার এসে ধরা দিল।
শুধু তাই নয়, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ চার অ্যাশেজেই হেরেছে যা ১৮৯০ সালের পর তাদের সবচেয়ে খারাপ রেকর্ড। এবার প্রথম ম্যাচে জিতে সেই রেকর্ডও কাটিয়ে উঠতে পারে অজিরা।