সাবেক ব্রাজিলিয়ান লিজেন্ড ও ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার পেলে কিছুদিন আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ব্রাজিল ফুটবলের জন্য এটা ছিল বড় একটি ধাক্কা।
এই ধাক্কা কাটিয়ে উঠার আগেই আরেক ব্রাজিল তারকা পেলের পথ ধরলেন। রবার্তো ডিনামাইট ৬৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন।
ব্রাজিলিয়ান লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ডিনামাইট দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াইয়ে হেরে যেতে হল তাকে।
ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কো দ্য গামার লিজেন্ড ছিলেন ডিনামাইট। তিনি এই ক্লাবে ১৯৭১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খেলেছেন। সেখানে মোট ১১১০টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন ৭০৮টি।