আর্সেনাল এবং টটেনহামের মধ্যকার ম্যাচের পর ভালোই সমালোচনার মুখে আছেন ব্রাজিলিয়ান ও টটেনহাম স্ট্রাইকার রিচার্লিশন। বাজে আচরণের জন্য চারদিক থেকেই সমালোচনা শুনতে হচ্ছে তাকে।
এই ম্যাচে টটেনহামের এই ব্রাজিলিয়ান তারকা কয়েকটি কান্ড করেছেন। আর্সেনাল তারকা মার্তিনেল্লি তার দিকে হাত বাড়িয়ে দিলেও সেটা অগ্রাহ্য করেছেন তিনি। তর্ক করেছেন আরেক ব্রাজিলিয়ান ও আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েলের সঙ্গে।
তবে সবচেয়ে বেশি যে কারণে সমালোচিত হচ্ছেন সেটা হচ্ছে আর্সেনাল গোলকিপার রামসডালের সঙ্গে তার আচরণের কারণে।
আর্সেনালের এই গোলকিপার যখন টটেনহামের বেঞ্চের সামনে দিয়ে আসছিলেন তখন তিনি নিজের জার্সিতে থাকা আর্সেনালের লোগোতে চুমু খান। আর এতেই তেঁড়ে আসে রিচার্লিশন।
photo source- goolge
রীতিমত রামসডালেকে ধাক্কা মেরে বসেন তিনি। ওই সময় টটেনহামের একজন দর্শকও লাথি মারার চেষ্টা করে রামসডালেকে। এই বিষয়টি নিয়েই রিচার্লিশনকে নিষিদ্ধের দাবী তুলেছেন সাংবাদিক পিয়েরস মরগান।
তিনি বলেন, “রিচার্লিশন তার সীমা পুরোপুরি অতিক্রম করেছে। সে রামসডালেকে অসম্মান করেছে, অপমান করেছে। তার নিষিদ্ধ হওয়া উচিত। অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ হওয়া উচিত। পরবর্তিতে যে দর্শক রামসডালেকে লাথি মারার চেষ্টা করেছিল, সে এটা করেছে রিচার্লিশনের আক্রমনের পরই। রিচার্লিশনের কারণেই সে সাহস পেয়েছে।”