রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:২৭ অপরাহ্ন

রিচার্লিশনকে নিষিদ্ধের দাবী মরগানের

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ৬০২ এই মুহুর্তে
  • শেয়ার করুন

photo source- goolge

আর্সেনাল এবং টটেনহামের মধ্যকার ম্যাচের পর ভালোই সমালোচনার মুখে আছেন ব্রাজিলিয়ান ও টটেনহাম স্ট্রাইকার রিচার্লিশন। বাজে আচরণের জন্য চারদিক থেকেই সমালোচনা শুনতে হচ্ছে তাকে।

এই ম্যাচে টটেনহামের এই ব্রাজিলিয়ান তারকা কয়েকটি কান্ড করেছেন। আর্সেনাল তারকা মার্তিনেল্লি তার দিকে হাত বাড়িয়ে দিলেও সেটা অগ্রাহ্য করেছেন তিনি। তর্ক করেছেন আরেক ব্রাজিলিয়ান ও আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েলের সঙ্গে।

তবে সবচেয়ে বেশি যে কারণে সমালোচিত হচ্ছেন সেটা হচ্ছে আর্সেনাল গোলকিপার রামসডালের সঙ্গে তার আচরণের কারণে।

আর্সেনালের এই গোলকিপার যখন টটেনহামের বেঞ্চের সামনে দিয়ে আসছিলেন তখন তিনি নিজের জার্সিতে থাকা আর্সেনালের লোগোতে চুমু খান। আর এতেই তেঁড়ে আসে রিচার্লিশন।

photo source- goolge

রীতিমত রামসডালেকে ধাক্কা মেরে বসেন তিনি। ওই সময় টটেনহামের একজন দর্শকও লাথি মারার চেষ্টা করে রামসডালেকে। এই বিষয়টি নিয়েই রিচার্লিশনকে নিষিদ্ধের দাবী তুলেছেন সাংবাদিক পিয়েরস মরগান।

তিনি বলেন, “রিচার্লিশন তার সীমা পুরোপুরি অতিক্রম করেছে। সে রামসডালেকে অসম্মান করেছে, অপমান করেছে। তার নিষিদ্ধ হওয়া উচিত। অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ হওয়া উচিত। পরবর্তিতে যে দর্শক রামসডালেকে লাথি মারার চেষ্টা করেছিল, সে এটা করেছে রিচার্লিশনের আক্রমনের পরই। রিচার্লিশনের কারণেই সে সাহস পেয়েছে।”

এই ক্যাটেগরির আরো খবর
ব্রেকিং:

বার্সাতে আসতে চাইলে বেতন কমাতে হবে, কমবে ক্ষমতা

আর্জেন্টিনার প্লেয়াররা বেয়াদব, শিরোপা জেতার যোগ্যতা তাদের নেই: রোথেন

এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য, এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য

ভিনিসিয়াস ৬, এমারসন ৪, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্লেয়ারদের রেটিংস

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা ১১ প্লেয়ারের পারফর্মেন্স কেমন ছিল

ক্লাবের পথ ধরেছেন ব্রাজিলের ফুটবলাররা

নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন করে তুলল শ্রীলঙ্কা

রিয়াল মাদ্রিদের কোচ হতে আগ্রহী নাগেলসম্যান

মেসির খুশিটাই চাওয়া রোনালদিনহোর

ভিনিসিয়াসের গোল বাতিল, ক্যাসমিরোর গোল, বাকিটা সময় ছন্নছাড়া