জুভেন্টাস এখন খুবই খারাপ সময় পার করছে। ইতিমধ্যে তাদের ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। তারা লিগে এখন শীর্ষ চারের অনেক পেছনে চলে গেছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে কিনা সেটাই এখন সন্দেহ।
শুধু জুভেন্টাসের ১৫ পয়েন্ট কাটাতেই কিন্তু শেষ নয়, সঙ্গে দলটির সভাপতি, সহ-সভাপতি সহ সব ডিরেক্টর, কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এখন বিপাকে আছে প্লেয়াররাও। জুভেন্টাসের ২৩জন প্লেয়ারের নামও উঠে এসেছে এখানে যাদের এক মাসের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
সেসব প্লেয়ারদের মধ্যে যারা এখন জুভেন্টাসে আছে, যারা জুভেন্টাস ছেড়ে চলে গিয়েছে, প্রত্যেককেই এই নিষেধাজ্ঞা ভোগ করতে হবে।
যদি সেটা হয় তাহলে আল নাসেরের জন্য খুব খারাপই হবে। কেননা, বছরে ২০০ মিলিয়ন ইউরো বেতনে তারা রোনালদোকে কিনেছে। সেখানে যদি একমাস তাকে খেলানো না যায় তাহলে সেটা তো খারাপই বটে।