বুন্দেশলীগায় জার্মান জায়ান্ট বায়ার্নের বিপক্ষে মুখোমুখি হয়েছিল অগসবার্গ। সেই ম্যাচটিতে বায়ার্নের মাঠে স্বাগতিক বায়ার্ন ৫-৩ গোলের ব্যবধানে জিতেছে।
ম্যাচে বায়ার্ন ৫টি গোল করলেও হজম করেছে তিনটি। আর এই ম্যাচে বায়ার্নকে তিন গোল দিয়ে পিএসজিকে খোঁচা মেরেছে অগসবার্গ।
উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ এবং পিএসজি মুখোমুখি হয়েছিল। মেসি নেইমার এমবাপ্পেরা মিলে দুই লেগে বায়ার্নের জালে একবারও বল পাঠাতে পারেনি।
এই বিষয়টি নিয়েই খোঁচা মেরেছে অগসবার্গ। নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে মেসি নেইমার এবং এমবাপ্পের ছবি সঙ্গে শুন্য জুড়ে দিয়ে নিজেদের একটি ছবিতে ৩ লিখে পোস্ট করেছে তারা। আর সেখানে ক্যাপশন হচ্ছে- ‘গোল বনাম বায়ার্ন।’