কোপা আমেরিকা বিচ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনাকে বিধ্বস্ত করেছে ব্রাজিল। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১৩-৫ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল।
এবারের কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনাতেই। সেখানে স্বাগতিকদেরই বিধ্বস্ত করেছে ব্রাজিলিয়ানরা। টুর্নামেন্টে দ্বিতীয়বারের মত এক ম্যাচে ১৩ গোল করল ব্রাজিল।
এর আগে গ্রুপ পর্বের ম্যাচে পেরুর বিপক্ষে ১৩-০ গোলে জিতেছিল ব্রাজিল। এরপর ফাইনালে তারা আর্জেন্টিনার জালে বল পাঠিয়েছে আরও ১৩বার। তবে আর্জেন্টিনা ৫টি গোল পরিশোধ করেছিল।
এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্যারাগুয়েকে ৭-৫ গোলে হারিয়েছে কলম্বিয়া। আর ৫ম স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়ে ৫-৪ গোলে হারিয়েছে চিলিকে।