কাতার বিশ্বকাপে মাঠে নামার পূর্বেই ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ল্যাতিন ফুটবলকে ছোট করে একটি মন্তব্য করেছিল। তার সেই মন্তব্য ঝড় তুলেছিল ল্যাতিন ফুটবলে।
সেই কারণে কাতার বিশ্বকাপের ফাইনালটি আলাদা উত্তেজনা ছড়িয়েছিল। কারণ সেখানে ল্যাতিনের একটি দল এবং কিলিয়ান এমবাপ্পের দল মুখোমুখি হয়েছিল।
ম্যাচটিতে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উৎসব করে ল্যাতিনের আর্জেন্টিনা। এই শিরোপা উৎসবের পর বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরষ্কার গোল্ডেন গ্লাভস জিতেছিলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ।
এই পুরষ্কার গ্রহন করতে গিয়ে তিনি অশ্লীল অঙ্গভঙ্গীর মাধ্যমে সেলিব্রেশন করেছিলেন যা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। তবে সম্প্রতি এমিলিয়ানো মার্তিনেজ জানিয়েছেন, তার স্ত্রী নাকি নিষেধ করেছে এমন সেলিব্রেশন করতে।
মার্তিনেজ বলেন, “আমার স্ত্রী আমাকে বলেছে, সেরা গোলকিপারের পুরষ্কার গ্রহনের সময় করা সেই সেলিব্রেশন দয়া করে আর করো না।”
কিন্তু স্ত্রীর এই নিষেধ আর রাখতে পারলেন কই? আজ ভোরে পানামার বিপক্ষে ম্যাচের পর শুধু একা নয়, দলবল নিয়েই এই সেলিব্রেশন করতে থাকেন এমিলিয়ানো মার্তিনেজ।