Logo

পাঁচজনকে ড্রিবলিং, গোলটা হলে পুসকাসের জন্য মনোনীত হতে পারত


sports pratidin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৩, ৯:৫১ অপরাহ্ন / ৪২৫১
পাঁচজনকে ড্রিবলিং, গোলটা হলে পুসকাসের জন্য মনোনীত হতে পারত

বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে খেলেছে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলিয়ানরা ৫-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে।

বাছাই পর্বের প্রথম ম্যাচটিতে জোড়া গোল করেছেন নেইমার জুনিয়র। তিনি জোড়া গোলের সঙ্গে সঙ্গে একটা অ্যাসিস্ট করেছেন। এই ম্যাচে গোলের মাধ্যমে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন।

তবে নেইমার এই ম্যাচে গোল অ্যাসিস্ট রেকর্ডের সঙ্গে দুর্দান্ত পারফর্ম করেছেন। সেই পারফর্মেন্সের মধ্যে একটা মুহূর্ত ছিল যা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

নেইমার নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দুর্দান্ত এক টান দিয়েছিলেন এবং পৌছে গিয়েছিলেন প্রতিপক্ষের গোল পোষ্টের কাছে। তিনি শটও নিয়েছিলেন কিন্তু বলিভিয়ার গোলকিপার সেই শট আটকে দেয়।

নেইমারের দৌড় শুরু এবং শটের মাধ্যমে শেষ হওয়ার মাঝখানে পাঁচজন প্রতিপক্ষ প্লেয়ারকে ড্রিবলিং করেছিলেন যা ছিল চোখ ধাধানো। নেইমারের এই ড্রিবলিংয়ের মুহূর্তটি নেটে ভাইরাল হয়ে যায়।