Logo

মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য রোনালদোর হোটেল ব্যবহারের খবরটি ভূয়া


sports pratidin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৩, ২:০৭ অপরাহ্ন / ৩৪৪
মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য রোনালদোর হোটেল ব্যবহারের খবরটি ভূয়া

মরক্কোতে ৬.৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পের খবর ইতিমধ্যে সারা বিশ্বের কাছে পৌছে গেছে। সেই ভূমিকম্পের পর মরক্কোর ফুটবলাররা সেচ্ছায় রক্ত দান করেছেন।

সারা বিশ্ব থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই সাহায্যের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিলাশবহুল হোটেলের খবরও প্রকাশ হতে থাকে।

স্প্যানিশ গনমাধ্যম মার্কা, গোল ডটকম সহ আরও অনেক গনমাধ্যমে ফলাও করে প্রচার হয় যে, মরক্কোতে থাকা রোনালদোর বিলাশবহুল হোটেলটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য খুলে দেওয়া হয়েছে।

তবে ফ্রান্সের গনমাধ্যম লিভারেশন জানিয়েছে এই খবরটি মিথ্যা। তারা নিশ্চিত করেছে যে, রোনালদোর হোটেলটি এরকম কোন সিদ্ধান্ত নেয়নি।

লিভারেশনের পক্ষ থেকে জানানো হয় যে, তারা এই খবর প্রকাশের পর হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং কর্তৃপক্ষ তাদের নিশ্চিত করেছে এরকম কিছুই এখানে হয়নি।