ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল এবং পেরু মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ব্রাজিলের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল পেরু।
পেরু ম্যাচটি খেলেছিল নিজেদের মাঠে। এই ম্যাচে তারা ব্রাজিলকে ৮৯ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। নেইমারের কর্নার থেকে মার্কুইনহোসের হেড পেরুর জালে পৌছলে জয় পায় ব্রাজিল।
এদিকে এই ম্যাচ শুরুর আগে পেরুর তান্ত্রিকরা ব্রাজিলকে আটকানোর জন্য নানান রকম কালো যাদু করেছিল। নেইমার এবং ব্রাজিলের সকল প্লেয়ারের ছবি, কোচের ছবি, নেইমারের মূর্তি তৈরি করে তারা কালো যাদু করেছিল।
নেইমারের পা অবশ করার চেষ্টা করেছিল। ব্রাজিলকে দুর্বল করার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সফল না হওয়ায় এবং পেরু হারার কারণে পেরুর ভক্তরা ক্ষেঁপেছে সেই তান্ত্রিকদের উপর। ম্যাচের পর ভক্তদের রোষের মুখে পরেছিল সেই তান্ত্রিকরা।
দেখুন ভিডিওতে:-
আপনার মতামত লিখুন :