স্প্যানিশ লা লিগায় সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ খেলতে নেমেছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে। ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল ভ্যালেন্সিয়াকে।
তবে এই ম্যাচের বিরতির সময় অনাকাঙ্খিত এক ঘটনা ঘটেছে। একটি ছোট মেয়ে ভিনিসিয়াসের কাছে তার জার্সি চেয়েছিল এবং ভিনিসিয়াস সঙ্গে সঙ্গেই তার জার্সিটি ছুড়ে সেই ছোট মেয়েটির উদ্দেশ্যে।
কিন্তু জার্সিটি মেয়েটি হাতে পাওয়ার আগেই আরেকটি লোক ছোঁ মেরে নিয়ে যায়। এরপর সবাই মিলে সেই লোকটিকে বুঝাতে থাকে যেন জার্সিটি ফেরত দেয়, কিন্তু সে দেয়নি।
ছোট মেয়েটির বাবা জানিয়েছে, লোকটিকে বুঝানোর পর সে জার্সিটি দিতে রাজি হলেও তার সঙ্গে থাকা গার্লফ্রেন্ড জার্সিটি দিতে অস্বীকৃতি জানায়।
এই ঘটনা পরবর্তিতে জানতে পারে রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়াস। পরবর্তিতে সেই মেয়েটির জন্য তারা আরেকটি জার্সি পাঠায়।
আপনার মতামত লিখুন :