ফুটবল বিশ্বে বিশেষ করে মুসলিম বিশ্বে ব্যাপক জনপ্রিয় তারকাদের একজন মোহাম্মদ সালাহ। লিভারপুলের মিশরীয় এই তারকা বিশ্ব ফুটবলে নাম করা তারকা হলেও তিনি যে এখনো মায়ের হাতে ধমক খান সেটা বুঝা গেল এবার।
সম্প্রতি দুবাইয়ে এক নারী ভক্তকে আলিঙ্গন করেন সালাহ। আর সেই ছবিটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। সেটা আবার চোখে পড়েছে সালাহর মায়ের। তাতেই ক্ষেপেছেন তিনি।
সালাহকে তার মা বার্তা পাঠিয়েছেন- যদি তোমার বাবা এমনটা করত তাহলে আমি তালাক চাইতাম।
মোবাইল ফোনে সদ্য মায়ের পাঠানো মেসেজের স্ক্রীনশট টুইটারে পোস্ট করেছেন সালাহ। এরপরই বিষয়টি ভাইরাল হয়ে গেছে।
২৬ বছর বয়সী ফুটবলার বিবাহিতও। ২০১৩ সালে গাঁটছড়া বাঁধেন মিসরে নিজ গ্রামের মেয়ে ম্যাগিকে।