ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার অবর্তমানে পিএসজিও বাদ হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগ থেকে। খেলা হয়নি তার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচও।
তবে এখন ইনজুরি থেকে ফিরে আবারো মাঠে ফেরার অপেক্ষায় আছেন নেইমার। আর এই সময়েও মাঠে ফেরার আগে চ্যালেঞ্জ গ্রহন করলেন নাচে।
নেইমার একটি নাচের ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওর ক্যাপশনে নেইমার লিখেন, “চ্যালেঞ্জ গ্রহন করলাম। এই চ্যালেঞ্জ জানিয়েছে আমাদের আইডল রেনাতো আরগাও।”
নেইমার আবার তার নাচের ভিডিও পোস্ট করে চ্যালেঞ্জ জানিয়েছেন তার বন্ধু গ্যাব্রিয়েল মেডিনাকে। এবার দেখার বিষয়, সেই বন্ধু চ্যালেঞ্জ গ্রহন করে নিজে নাচের ভিডিও পোস্ট করে নাকি।