ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার কথা দিয়েছেন তিনি ইসরায়েল সফর করবেন। ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বুলসুনারো নেইমারকে জেরুজালেমে ঘুড়তে যাওয়ার আমন্ত্রন জানালে এই কথা বলেন নেইমার।
নেতানিয়াহু এবং বুলসুনারো এক ভিডিও বার্তায় নেইমারকে আমন্ত্রন জানায় জেরুজালেমে ঘুড়তে যাওয়ার জন্য। একই সাথে তারা আমন্ত্রন জানায় সার্ফিং বিশ্বচ্যাম্পিয়ন গ্যাব্রিয়েল মেডিনাকে।
নেইমার সেই আমন্ত্রনের জবাবে নিজের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে নেইমার বলেন, ‘হ্যালো বিবি এবং বুলসুনারো, আমাদের আমন্ত্রন জানানোর জন্য ধন্যবাদ। আমরা আসছি।’
গ্যাব্রিয়েল মেডিনাও জানিয়েছে তিনিও যাবেন ইসরায়েলে। উল্লেখ্য যে, নেইমার এবং মেডিনা খুবই ঘনিষ্ট বন্ধু।
গত জানুয়ারী মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট সফরে গিয়েছিল ইসরায়েলে। সেখানে তিন দিনের সফরে গিয়েছিল ব্রাজিল প্রধান। গিয়ে ইসরায়েলের প্রতি পূর্ন সমর্থনের কথা ব্যক্ত করেন। একই সাথে যুক্তরাষ্ট্রের মত করে জেরুজালেমে তাদের অ্যাম্বাসি সরিয়ে নেয়ারও ঘোষণা দেন।