এবারের আইপিএলে খুনে মেজাজে আছেন আন্দ্রে রাসেল। প্রতিপক্ষের বোলারদের উপর দিয়ে টর্নেডো বইয়ে দিচ্ছেন তিনি। তার সামনে যে পড়েছে সেই নিজের অস্তিত্ব খুজে বেড়িয়েছে।
এই রাসেলকেই এবার গ্রেফতার হতে হল। কিন্তু কেন গ্রেফতার হল? কি করেছিল সে?
সর্বশেষ ম্যাচে কোহলির দলের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৫৩ রান। মাত্র ২.১ ওভারেই সেই রান তুলে নেয় কলকাতা। তার মধ্যে ১৩ বলে ৪৮ রান করেন আন্দ্রে রাসেল।
প্রতিপক্ষের বোলারদের এমন বেধরক পেটানোর অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার করেছে তার সতীর্থরাই। সেখান থেকে অবশ্য মুক্তিও মিলেছে তার। তবে একটি শর্তে। সেটা হল এই খুনে ব্যাটিং অব্যাহত রাখতে হবে পুরো টুর্নামেন্টে।