শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৪ অপরাহ্ন

এক বেলের জন্য রিয়ালের এত খরচ

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৬৪ এই মুহুর্তে
  • শেয়ার করুন

রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে দামী সাইনিং ছিল গ্যারেথ বেল। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর তাকেই রিয়াল মাদ্রিদ কিনেছিল রেকর্ড গড়ে। তাকে কিনতে খরচ হয়েছিল ১০০ মিলিয়ন ইউরো।

শুধু তাই নয়, গ্যারেথ বেল রিয়ালে আসার পর তার প্রতি রিয়ালের খরচ হয়েছে ২৩৬ মিলিয়ন ইউরো।

১৩-১৪ মৌসুমে খরচ হয়েছে- ৩৪.৮ মিলিয়ন ইউরো
১৪-১৫ মৌসুমে খরচ হয়েছে- ৩৪.৮ মিলিয়ন ইউরো
১৫-১৬ মৌসুমে খরচ হয়েছে- ৩৪.৮ মিলিয়ন ইউরো
১৬-১৭ মৌসুমে খরচ হয়েছে- ৪৩.৮ মিলিয়ন ইউরো
১৭-১৮ মৌসুমে খরচ হয়েছে- ৪৩.৮ মিলিয়ন ইউরো
১৮-১৯ মৌসুমে খরচ হয়েছে- ৪৩.৮ মিলিয়ন ইউরো

১৩-১৪ মৌসুমে প্রতি ম্যাচে তার প্রতি খরচ ছিল- ০.৮ মিলিয়ন ইউরো- প্রতি গোলের মুল্য পড়েছে ১.৬ মিলিয়ন ইউরো- প্রতি মিনিটে খরচ হয়েছে ১০ হাজার ৪৫৬ ইউরো।

১৪-১৫ মৌসুমে প্রতি ম্যাচে তার প্রতি খরচ ছিল- ০.৭ মিলিয়ন ইউরো- প্রতি গোলের মুল্য পড়েছে ২ মিলিয়ন ইউরো- প্রতি মিনিটে খরচ হয়েছে ৮ হাজার ৬১৮ ইউরো।

১৫-১৬ মৌসুমে প্রতি ম্যাচে তার প্রতি খরচ ছিল- ১.১ মিলিয়ন ইউরো- প্রতি গোলের মুল্য পড়েছে ১.৮ মিলিয়ন ইউরো- প্রতি মিনিটে খরচ হয়েছে ১৪ হাজার ৯৪৮ ইউরো।

১৬-১৭ মৌসুমে প্রতি ম্যাচে তার প্রতি খরচ ছিল- ১.৬ মিলিয়ন ইউরো- প্রতি গোলের মুল্য পড়েছে ৪.৯ মিলিয়ন ইউরো- প্রতি মিনিটে খরচ হয়েছে ২২ হাজার ৬১২ ইউরো।

১৭-১৮ মৌসুমে প্রতি ম্যাচে তার প্রতি খরচ ছিল- ১.১ মিলিয়ন ইউরো- প্রতি গোলের মুল্য পড়েছে ২.১ মিলিয়ন ইউরো- প্রতি মিনিটে খরচ হয়েছে ১৮ হাজার ৫৪৩ ইউরো।

১৮-১৯ মৌসুমে প্রতি ম্যাচে তার প্রতি খরচ ছিল- ১ মিলিয়ন ইউরো- প্রতি গোলের মুল্য পড়েছে ২.৮ মিলিয়ন ইউরো- প্রতি মিনিটে খরচ হয়েছে ১৬ হাজার ১৭২ ইউরো।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

হাসান আলীর চেয়ে আমির জায়গা পেলে আরও ভালো হত

তলানীতে থাকা দলের বিপক্ষে পয়েন্ট হারাল আল হিলাল

আমি একমাত্র আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার যে যথাযথ সম্মান পায়নি: মেসি

আজকে গোলের খাতা খুলতে পারবেন নেইমার!

আল হিলালের একাদশে নেইমার

নেইমার আসায় সৌদি লিগের দর্শক বেড়েছে ৩১৭ শতাংশ

বার্সাতে খেলার জন্য বিশাল অংকের বেতন প্রত্যাখ্যান করেছি: ফেলিক্স

টি-টুয়েন্টি ক্রিকেটের দানবগুলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সে

আজকে আবারও নেইমার ম্যাজিক দেখবে আল হিলাল ভক্তরা

ইনজুরিতে মাঠ ছাড়েন মেসি, বিকল্প হয়ে মাঠে নেমেই জোড়া গোল টেইলরের