বিশ্বফুটবলে স্পানিশ লা লিগা জনপ্রিয়তার দিক থেকে সবার উপরে। আবার বাংলাদেশে এই লিগের দুটি দল রিয়াল ও বার্সার কোটি কোটি ভক্ত। তাই সমর্থকদের কথা চিন্তা করে অনেক সময়ই তাদের ফেসবুক পেজে বাংলাদেশ নিয়েও পোষ্ট করতে দেখা যায়।
এবার তেমনই একটি ভিডিও আপলোড করেছে তারা। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়ার ছিল এই ভিডিওটি।
ওই পোস্টের ক্যাপশনে লা লিগা কর্তৃপক্ষ লিখেছে- জামাল ভূঁইয়া আমাদের সঙ্গে গল্প করছে। আর তুমি এখনও যোগ দাওনি আমাদের গ্রুপে- সেকি! তাড়াতাড়ি যোগ দাও। আর যদি তুমি ইতিমধ্যে আমাদের গ্রুপে থেকে থাকো, খুব ভালো! এবার তোমার বন্ধুদের ডাকো! জলদি করো!
ভিডিওতে দেখা যায় জামাল ভূইয়া মড্রিচ এবং রাকিটিচের মধ্যে কাকে এগিয়ে রাখবেন এমন বিষয় নিয়ে কথা বলছেন। সেখানে টাইগার অধিনায়ক মড্রিচকেই এগিয়ে রেখেছেন।