ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি সবাই কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।
এর আগে মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলা নুসরাতকে ধর্ষণের চেস্টা করেন। সে নুসরাতকে বলে- তুমি তো অনেক ছেলের সাথেই প্রেম করো। আমার সাথে করলে পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবে। তার সাথে অপকর্মে নুসরাত রাজি না হওয়ায় এবং তার বিরুদ্ধে মামলা করায় কৌশলে মুখোশ পরিহিত কয়েকজনকে দিয়ে তাকে মাদ্রাসার ছাদে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
এই ঘটনায় পুলিশ লম্পট অধ্যক্ষকে আটক করলে অপ্রত্যাশিত ভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের কিছু অংশ অধ্যক্ষের মুক্তির দাবীতে আন্দোলন করে। সেই সাথে তাদের যে হাত অনেক উপরের লেভেল পর্যন্ত সেটা বুঝতে বাকি নেই আর কারোই। দেখুন সেই ভিডিও।