আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। হঠাৎ করেই এই অবসরের ঘোষণা দিয়েছিলেন প্রোটিয়া হার্ড হিটার ব্যাটসম্যান। তবে এই সিদ্ধান্ত তার জন্য সঠিক ছিল বলেই মনে করেন ভিলিয়ার্স।
আইপিএলে সর্বশেষ ম্যাচেও দলকে জেতানো এক ইনিংস খেলেছেন তিনি। ৫৯ রান করার পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন আরসিবির প্রোটিয়া তারকা।
তিনি বলেন, “অবসরের সিদ্ধান্তটি আমাকে আরও প্রখর করে তুলেছে। আমি এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেট খেলে নিজেকে আরও প্রখর করে তুলতে পারছি।”
ভিলিয়ার্স বলেন, “আমি বাড়িতে ফেরার পর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের নিয়ে কাজ করি। কিছু স্থানীয় ক্রিকেটার এবং তরুণদের নিয়ে কাজ করি যা আমাকে এনার্জি দেয় এবং প্রেরণা যোগায়।”
“আমি বছরে ১০-১১ মাস খেলতে পারিনা। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরকাটানোর পর প্রখরতা ধরে রাখা সম্ভব হতো না। আমি এই ধরণের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট প্রায়শই খেলে থাকি এবং প্রতি দুই-তিন মাসে খেলি যা আমাকে সতেজ রাখে।”