আগেই জানা গিয়েছিল আজকে বিয়ের পিড়িতে বসবেন মুমিনুল হক। সেই মত সবাইকেই দাওয়াত করেছিলেন তিনি। আর পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজকেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হল জাতীয় দলের এই ক্রিকেটারের।
মুমিনুলের স্ত্রীর নাম ফারিহা বাশার। তার বাসা মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।
এদিকে মুমিনুলের এই বিয়ের আগে বিয়ে করেছেন জাতীয় দলের আরও কয়েকজন তারকা। লিটন দাস, সাব্বির রহমান, মিরাজ, মুস্তাফিজরাও বিয়ে করেছেন এই সময়ের মধ্যেই।