ম্যাচে হেরেছে তার দল। সেটাও আবার ফাইনালে। রেনেসের কাছে এই হারটি মেনে নিতে পারেনি নেইমার। এমনিতেই মেজাজ খারাপ। তার উপর ভক্তের সাথে কথার ঝামেলা। মেজাজ হারিয়ে ভক্তকেই আঘাত করে বসলেন নেইমার।
গতকাল রেনেসের বিপক্ষে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় ভক্তদের আবদার মতই হাত মেলাচ্ছিলেন ব্রাজিলিয়ান তারকা। তেমনই হাত মেলানোর সময় একজন মোবাইল বেড় করে সেলফি নিতে যায়।
কিন্তু নেইমারের তখন সেলফি তোলার মুডই ছিল না। তাই তিনি মোবাইল সরিয়ে হাত বাড়িয়ে দেন। তখন আবার সেই ভক্ত কিছু একটা বললে নেইমার ক্ষেপে যান এবং তার মুখে আঘাত করেন।
তাদের দুজনের মধ্যে কি এমন কথা হয়েছে সেটা যদিও জানা যায়নি, তবে ম্যাচে হেরে নেইমার যে বেশ রাগান্বিত সেটা বুঝা গেছে ভালো করেই।