ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস আছে দারুণ ছন্দে। পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানে আছে তারা। এই রোহিত শর্মাই গত মঙ্গলবার পা দিলেন ৩২ বছরে।
ফুরফুরে মেজাজে থাকা রোহিত শর্মা জন্মদিন পালন করেছেন ভক্তদের সাথে। টুইটারেও অসংখ্য ভক্ত তাকে জানিয়েছে শুভেচ্ছা।
জন্মদিনেই আইসিসির টুইটারে দেয়া এক সাক্ষাৎকারে রোহিত জানান, ওয়ানডেতে আমার তিনটি ডাবল সেঞ্চুরি আছে। সচরাচর ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হয়না। সেখানে আমার রয়েছে তিনটা। ভক্তরাও এমনই। যখন আপনি ডাবল সেঞ্চুরি করতে পারবেন তখন তারা আপনার কাছে ৩০০ রান চাইবে। আমার কাছেও তেমনই অনেকে আবদার করেছে।