সাবেক রিয়াল মাদ্রিদ ও বর্তমান পোর্তো গোলকিপার ইকার ক্যাসিয়াস হার্ট অ্যাটাক করে এখন পোর্তোর একটি হাসপাতালে ভর্তি আছেন। বুধবার অনুশীলনের সময় তার হার্ট অ্যাটাক হয়।
হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি হলেও এখন তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে তার ক্লাব পোর্তো। তারা জানিয়েছে, ক্যাসিয়াসের শঙ্কা কেটে গেছে। তার অবস্থা এখন ভালো আছে।
এদিকে ক্যাসিয়াসের হার্ট অ্যাটাকের খবরে ফুটবলাঙ্গনে উঠেছে প্রার্থনার ঝড়। বার্সালোনা, স্পেন, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদের ক্লাবের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট সহ রাফায়েল নাদাল, রামোস, গ্যারেথ, বেলরাও টুইটার করেছেন ক্যাসিয়াসের হার্ট অ্যাটাকের পর।