উয়েফা চ্যাম্পিয়নস লিগে গতরাতে বার্সার মাঠে লিভারপুলকে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। ম্যাচে বার্সালোনা ৩-০ গোলে জয় লাভ করে।
এই ম্যাচে একটি গোল করেন সুয়ারেজ যা তার এবারের চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল। বাকি দুটি গোল করেন লিওনেল মেসি।
এই জোড়া গোলে আবার ক্লাব ক্যারিয়ারে ৬০০তম গোল স্পর্শ করেন মেসি। কিছুদিন আগেই ৬০০ গোল পূর্ন করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে এমন সব অর্জনের ম্যাচেও বিতর্কিত কাজই করলেন মেসি। সেটাও আবার অনেকটাই অভিনয়।
মাঠে পড়েই গড়াগড়ি খাওয়ার একটা অপবাদ জুটে আছে নেইমারের গায়ে। সেটাই যেন এদিন চেষ্টা করলেন মেসি। মাঠে পড়ে বেশখানিটা সময় গড়াগড়ি খেলেন তিনি।