ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে রোনালদো জুনিয়র এরই মধ্যে ফুটবলে নাম করতে শুরু করেছে। জুভেন্টাস যুব দলের হয়ে খেলা রোনালদোর ছেলের গোল ভুরিভুরি।
এবার ছোট ছেলেদের নিয়ে পড়েছেন রোনালদো। তাদেরও এরই মধ্যেই ট্রেনিং দেয়াটাও যেন শুরু করে দিয়েছেন তিনি।
তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ক্রিশ্চিয়ানো। সেই ভিডিওতে দেখা যায় তার একজন ছোট ছেলেকে শেখাচ্ছেন বল মারা।
তার ছেলে দৌড়ে এসে বলে কিক মারছে। আর সেই বল সোজা চলে যাচ্ছে গোল পোষ্টের ভেতরে। এরপর ছেলেকে নিয়ে রোনালদোর উদযাপন।