প্রতিপক্ষ মুম্বাই্ ইন্ডিয়ান্স। এবারের আসরে যারা নিজেদের অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এদিকে নিজেদের আবার বাঁচা মরার ম্যাচ। আর এমন ম্যাচেই কিনা রিতিমত টেষ্ট খেললেন কলকাতা নাইট রাইডার্স তারকা রবিন উথাপ্পা।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৯ রানে গিলের বিদায়ের পর মাঠে নামে উথাপ্পা। এরপরই ব্যাটিং বিপর্যয়। ক্রিস লিন, দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেলণ সবাই আউট হয়ে যান দলীয় ৭৩ রানের মধ্যেই।
এই সময় নিতিস রানা এসে জুটি বাধেন উথাপ্পার সাথে। রানা নিজে হার্ড হিটিং ব্যাটিং করতে চাইলেও উথাপ্পা খেলেন টেষ্ট ম্যাচ। ৪৭টি বল মোকাবেলা করে মাত্র ৪০ রান করেন উথাপ্পা। অথচ ৪৭ বলে যদি ৭০ বা ৮০ রান করতে পারত তাহলে কলকাতার রান ১৭০ এর ঘরে পৌছে যেত যা দিয়ে লড়াই করার মত পুজি হত।
কিন্তু এমন ব্যাটিংয়ে শেষ পর্যন্ত কলকাতা শেষ ১৩৩ রানেই। আর মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচ জিতে নেয় ৯ উইকেট হাতে রেখেই।