আজ থেকে বাংলাদেশে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান মাস। বাংলাদেশে আজ থেকে শুরু হলেও অনেক দেশে শুরু হয়েছে গতকাল থেকেই। আর মুসলিম বিশ্বে সমাদৃত ও ব্যাপক তাৎপর্যপূর্ন এই মাসে মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছে দুই মুসলিম ফুটবলার মেসুত ওজিল, সাকুদরান মুস্তাফিফ ও আশরাফ হাকিমি।
ওজিল টুইটারে একটি ছবি পোস্ট করে লিখেন, “আমার সকল মুসলিম ভাই বোনদের রমজানের শুভেচ্ছা”
মুস্তাফি একটি ছবি পোস্ট করে লিখেন, “রমজান মোবারক, রমজানের পবিত্র মাসে আমার সকল মুসলমান ভাই বোনদের শান্তি ও সাদৃশ্য কামনা করছি।”
আশরাফ হাকিমি শুধু একটি ছবি পোস্ট করে রমজানের আগমনী বার্তা প্রকাশ করেন।