বাংলাদেশের আজকে থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজের মিশন। আর মিশনে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও ওয়েস্ট ইন্ডিজের আবার দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা রানের পাহাড় গড়েছিল আইরিশদের বিপক্ষে।
এদিকে শুরু হয়েছে রমজান মাস। আর এই রমজান মাসে খেলা হওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে, রোজা রেখে কি এত ঘন্টার ম্যাচে খেলবে খেলোয়াড়রা?
মাশরাফি জানিয়েছে এই প্রশ্নের উত্তর। তিনি বলেন, যেহেতু আমরা মুসলিম, রোজা খুব গুরুত্বপূর্ন। সবাই রোজা থাকবে। তবে ম্যাচের দিন হয়তো কেউ কেউ রোজা থাকবেনা।
ইউরোপে রোজায় উপোষ করতে হয় উপমহাদেশের চেয়েও অনেক বেশি সময়। সেটি উল্লেখ করে মাশরাফি বলেন, ১৭-১৮ ঘণ্টা রোজা রেখে খেলা খুব কঠিন। অন্যান্য দিনে সবাই রোজা রাখবে ইনশাআল্লাহ্।