একের পর এক বোমা ফাঁটিয়েই যাচ্ছে আফ্রিদির আত্মজীবনীমূলক বইয়ে। আর এই বোমার সর্বশেষ বিষ্ফোরনটা হল সাবেক পাক তারকা জাভেদ মিয়াদাদের বিরুদ্ধে।
ওই বইয়ে আফ্রিদি সাবেক এই পাক তারকা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, মিয়াদাদ মানুষ হিসেবে খুবই ছোট।
আফ্রিদি বলেন, মিয়াদাদ যখন পাকিস্তানের কোচ ছিল, সেই সময়টায় আফ্রিদির ব্যাটিং পছন্দ করত না মিয়াদাদ। এমনকি ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে চেন্নাই টেষ্টের আগে অনুশীলনও করতে দেয়নি তাকে।
মিয়াদাদ অবশ্য এমন অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আমি সবকিছুই আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। ম্যাচের আগের দিন কোন খেলোয়াড়কে অনুশীলন করতে না দেয়াটা কি সম্ভব?
মিয়াদাদ বলেন, আমি সব সময় বলি সে একজন সেরা ক্রিকেটার। তার ব্যাটিংয়ের উন্নতির জন্য আমি ঘন্টার পর ঘন্টা তার সাথে নেটে কাটিয়েছি।