লিভারপুলের বিপক্ষে আনফিল্ডে ম্যাচের আগে ৩-০ গোলের অ্যাগ্রিগেট ছিল বার্সার। তাই অসম্ভবকে সম্ভব করতে হলে চার গোল দিতে হবে বার্সার জালে। সেই সাথে নিজেদের জাল রাখতে হবে অক্ষত।
এমন ম্যাচে ঠিকই চার গোল দিয়ে দিল লিভারপুল। হতাশায় মুষরে পড়েন লিওনেল মেসি। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে ফাইনালে যায় লিভারপুল।
এই ম্যাচের পর মেসিকে রেখেই বিমানবন্দরে চলে যায় বার্সালোনার বাকি সব খেলোয়াড়রা। আনফিল্ডে থেকে যান মেসি। তার কাজ একটি তখনও বাকি ছিল।
ম্যাচের পর পরই মেসিকে ডোপ টেস্টের জন্য ডাকা হয়। প্রয়োজনের চেয়ে সময় বেশিই লাগে সেখানে। সেজন্যই দেরী হয় মেসির। কাজ শেষ করে অবশ্য দলের সাথে মেসি যোগ দেন। তবে এই সময মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি তিনি।