ব্রাজিলের ক্লাব সাপোকোয়েন্সের খেলোয়াড়দের বিমান দূর্ঘটনায় নিহত হওয়ার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ক্লাবটি এবং ব্রাজিলের নাগরিকরা। তারমধ্যেই ফের আরেকটি দূর্ঘটনার সাক্ষী হল তারা।
ব্রাজিলের পালমাসের চারজন ফুটবলার আজ বিমান দূর্ঘটনায় নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের গনমাধ্যমগুলো।
কেবল চারজন খেলোয়াড়ই নয়, একই সঙ্গে ক্লাবটির প্রেসিডেন্ট এবং বিমানের পাইলটও নিহত হয়েছেন এই ভয়াবহ দূর্ঘটনায়।