প্রতিপক্ষ খেলোয়াড়দের নাটমেগে বোকা বানানোতে নেইমারের জুড়ি নেই। ২০২০-২১ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা তারকাদের মধ্যে সবচেয়ে বেশি নাটমেগ করেছেন তিনিই।
চলতি মৌসুমে সর্বোচ্চ ১২টি নাটমেগ করেছেন নেইমার। দুই নম্বরে আছেন বুরুশিয়া ডর্টমুন্ডের তারকা জ্যাডন সাঞ্চো। তিনি ৯টি নাটমেগ করেছেন।
তিনে আছেন নাপোলির পিওটর জিলিনস্কি। আটটি সফল নাটমেগ তার। ইন্টার মিলানের ডিফেন্ডার আশরাফ হাকিমি ৭টি নাটমেগ করে আছেন তালিকার চারে। ৬টি করে নাটমেগ করেছেন ড্যানিয়েল পোডেন্স (উলভস), ম্যাথিউস পেরেইরা (ওয়েস্টব্রম), রিচার্লিশন (এভারটন), রাশফোর্ড (ম্যানইউ), ডি মারিয়া (পিএসজি), আডেমোলা লোকমান (ফুলহাম)।