ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির পর তাদের জায়গা যারা নিতে পারে তাদের মধ্যে সম্ভাব্য একজন হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। অনেকের মতেই কিলিয়ান এমবাপ্পেও মেসি রোনালদোর মত একাধিক ব্যালন ডি অর জিতবেন।
কিন্তু সাবেক ফ্রান্স কোচ রায়মন্ড ডুমেনেচ একধাপ যেন এগিয়ে। তিনি এমবাপ্পেকে মেসি রোনালদোর লেভেলেই বসিয়ে দিয়েছেন।
এলইকুইপকে সাবেক এই ফ্রান্স কোচ বলেন, “যদি সে ফ্রান্সে (লিগ ওয়ানে) থাকে তাহলে সে সব রেকর্ড ভেঙে দিবে। সে ইতোমধ্যে তার বয়সের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
“কে বলতে পারে এটাই যথেষ্ট নয়? আমাদের মেসি রোনালদোর লেভেলের প্লেয়ার রয়েছে। আমরা এটা ভুলে যাই, তুচ্ছ করি। যদি সে ব্রাজিলিয়ান হত তাহলে আমরা তাকে পর্বত বানিয়ে দিতাম। আমরা প্রতিদিন এটা নিয়ে কথা বলতাম।
“কিন্তু এখানে বিষয়টি এমন নয়। তার এখনো কিছু ত্রুটি আছে, অনেক সময় সে বেশি কিছু করতে চায়। কিন্তু তার পরিসংখ্যান বলে সে ইতোমধ্যে ফুটবলের শীর্ষে পৌছে গেছে। আপনি এটা সবসময় বলতে পারেন।”