লিওনেল মেসির অর্জন যতই থাকুক, বর্তমান বিশ্বের সেরা তারকা হিসেব করলে কিন্তু তার নামটি সবার উপরে আসবে না। কেউ কেউ হয়তো রাখতে পারে, কিন্তু অধিকাংশ মানুষই সেখানে বিতর্ক জুড়ে দিবে।
অথচ কিছু বছর পূর্বেও লিওনেল মেসির নামটি বিশ্বের সেরা প্লেয়ার হিসেবেই উচ্চারিত হত। সাবেক বার্সালোনা স্কাউট আন্দ্রে কোরি মনে করেন আগামী এক বা দুই বছরের মধ্যে আবারও বিশ্বের সেরা প্লেয়ার হবেন মেসি।
তিনি বলেন, “আমি নিশ্চিত মেসি বার্সালোনাতেই থাকবে। সে বার্সাতে পুনরায় আনন্দিত আছে এবং সে এখন ভালো খেলবে। আগামী এক বা দুই বছরের মধ্যে সে আবার বিশ্বের সেরা হবে।”