আগামী মৌসুমে সার্জিও অ্যাগুয়েরুর জায়গায় বুরুশিয়ার আরলিং হালান্ডকে কিনতে পারে ম্যানসিটি। সেজন্য ১০০ মিলিয়ন কিংবা তার বেশি খরচ করতে হবে দলটিকে।
ম্যানসিটি হয়তো এটা করতে পারে। তবে ম্যানসিটি কোচ গার্দিওলা জানিয়েছেন এমন ব্যায়ে দলের বেশি কোন লাভ হয় না।
তিনি বলেন, “একজন প্লেয়ারের জন্য এত বেশি টাকা খরচ করে জয়ের জন্য কোন বড় সুবিধা পাওয়া যায় না। ফুটবল হচ্ছে দলীয় খেলা এবং প্রত্যেককে জয়ের জন্য অবদান রাখতে হয়। একজন প্লেয়ার এই প্রতিযোগিতা জেতাতে পারেনা। এটা সবার খেলা।”