আগামী সামারে বার্সালোনা নিজেদের দল শক্তিশালী করার জন্য প্লেয়ার কিনতে চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। ইতিমধ্যে তারা বেশ কিছু প্লেয়ারের উপর নজর রাখছে।
ব্রাজিলের তরুণ স্ট্রাইকার ভিটর রোককে কেনার জন্য আলোচনা শুরু করেছে। আলোচনা করছে আরও কিছু প্লেয়ারের জন্য যার মধ্যে ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকারও রয়েছে।
কিন্তু লা লিগা সভাপতি জাভিয়ার তেবাস জানালেন উল্টো কথা। বার্সালোনার বর্তমান যে অবস্থা, তাতে আগামী সামারে তারা কোন প্লেয়ার কিনতে পারবে না এমনটাই জানিয়েছেন তেবাস।
গত সামারে প্লেয়ার কিনতে গিয়ে বার্সালোনাকে অনেক কষ্টই করতে হয়েছে। বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা প্লেয়ার কিনেছে। কখনও টিভি সত্ত্ব বিক্রি করেছে, কখনও বার্সা স্টুডিও বিক্রি করেছে নির্দিষ্ট সময়ের জন্য। কখনও স্টেডিয়াম ভাড়া দেওয়ার খবরও প্রকাশ হয়েছে।
তবে যা করার তা তো গত সামারেই করে ফেলেছে, আর তো কিছু বাকি নেই। তাই আগামী সামারে বার্সালোনা কোন প্লেয়ার কিনতে পারবে না এমনটাই মনে করছেন তেবাস।
তিনি বলেন, “বর্তমান দিন পর্যন্ত, বার্সালোনার কোন সুযোগ নেই আগামী সামারে প্লেয়ার কেনার জন্য। বার্সালোনার প্রশ্নবিদ্ধ আচরণ প্রভাবিত করেছে লা লিগাকে। আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আমাদের যে নিয়ম রয়েছে, তাতে বার্সালোনা আগামী সামারে কোন প্লেয়ার কিনতে পারবে না।
“তারা টিভি সত্ত্ব বিক্রি করেছে ৭০০ মিলিয়ন ইউরোতে এবং বিভিন্ন পন্থা অবলম্বন করেছিল পরিস্থিতি সামলানোর জন্য। কিন্তু তারা আগামী সামারে কোন প্লেয়ার কিনতে পারবে না।”
তবে বার্সালোনা নিশ্চিত ভাবেই কোন না কোন উপায় বেড় করেই ফেলবে। লাপোর্তে জানিয়েছিলেন যে, তাদের কোন প্রয়োজন নেই প্লেয়ার বিক্রি করার জন্য। প্লেয়ার বিক্রি করা ছাড়াই তারা নতুন প্লেয়ার কিনতে পারবে। পিকে এবং গ্রীজম্যানের যে বেতন বেঁচেছে, সেটাই তারা খরচ করতে পারবে যার পরিমান আনুমানিক ৯০ মিলিয়ন ইউরো।