রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:০৪ অপরাহ্ন

আগামী সামারে কোন প্লেয়ার কিনতে পারবে না বার্সালোনা

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২১৯ এই মুহুর্তে
  • শেয়ার করুন

আগামী সামারে বার্সালোনা নিজেদের দল শক্তিশালী করার জন্য প্লেয়ার কিনতে চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। ইতিমধ্যে তারা বেশ কিছু প্লেয়ারের উপর নজর রাখছে।

ব্রাজিলের তরুণ স্ট্রাইকার ভিটর রোককে কেনার জন্য আলোচনা শুরু করেছে। আলোচনা করছে আরও কিছু প্লেয়ারের জন্য যার মধ্যে ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকারও রয়েছে।

কিন্তু লা লিগা সভাপতি জাভিয়ার তেবাস জানালেন উল্টো কথা। বার্সালোনার বর্তমান যে অবস্থা, তাতে আগামী সামারে তারা কোন প্লেয়ার কিনতে পারবে না এমনটাই জানিয়েছেন তেবাস।

গত সামারে প্লেয়ার কিনতে গিয়ে বার্সালোনাকে অনেক কষ্টই করতে হয়েছে। বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা প্লেয়ার কিনেছে। কখনও টিভি সত্ত্ব বিক্রি করেছে, কখনও বার্সা স্টুডিও বিক্রি করেছে নির্দিষ্ট সময়ের জন্য। কখনও স্টেডিয়াম ভাড়া দেওয়ার খবরও প্রকাশ হয়েছে।

তবে যা করার তা তো গত সামারেই করে ফেলেছে, আর তো কিছু বাকি নেই। তাই আগামী সামারে বার্সালোনা কোন প্লেয়ার কিনতে পারবে না এমনটাই মনে করছেন তেবাস।

তিনি বলেন, “বর্তমান দিন পর্যন্ত, বার্সালোনার কোন সুযোগ নেই আগামী সামারে প্লেয়ার কেনার জন্য। বার্সালোনার প্রশ্নবিদ্ধ আচরণ প্রভাবিত করেছে লা লিগাকে। আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আমাদের যে নিয়ম রয়েছে, তাতে বার্সালোনা আগামী সামারে কোন প্লেয়ার কিনতে পারবে না।

“তারা টিভি সত্ত্ব বিক্রি করেছে ৭০০ মিলিয়ন ইউরোতে এবং বিভিন্ন পন্থা অবলম্বন করেছিল পরিস্থিতি সামলানোর জন্য। কিন্তু তারা আগামী সামারে কোন প্লেয়ার কিনতে পারবে না।”

তবে বার্সালোনা নিশ্চিত ভাবেই কোন না কোন উপায় বেড় করেই ফেলবে। লাপোর্তে জানিয়েছিলেন যে, তাদের কোন প্রয়োজন নেই প্লেয়ার বিক্রি করার জন্য। প্লেয়ার বিক্রি করা ছাড়াই তারা নতুন প্লেয়ার কিনতে পারবে। পিকে এবং গ্রীজম্যানের যে বেতন বেঁচেছে, সেটাই তারা খরচ করতে পারবে যার পরিমান আনুমানিক ৯০ মিলিয়ন ইউরো।

এই ক্যাটেগরির আরো খবর
ব্রেকিং:

বার্সাতে আসতে চাইলে বেতন কমাতে হবে, কমবে ক্ষমতা

আর্জেন্টিনার প্লেয়াররা বেয়াদব, শিরোপা জেতার যোগ্যতা তাদের নেই: রোথেন

এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য, এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য

ভিনিসিয়াস ৬, এমারসন ৪, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্লেয়ারদের রেটিংস

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা ১১ প্লেয়ারের পারফর্মেন্স কেমন ছিল

ক্লাবের পথ ধরেছেন ব্রাজিলের ফুটবলাররা

নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন করে তুলল শ্রীলঙ্কা

রিয়াল মাদ্রিদের কোচ হতে আগ্রহী নাগেলসম্যান

মেসির খুশিটাই চাওয়া রোনালদিনহোর

ভিনিসিয়াসের গোল বাতিল, ক্যাসমিরোর গোল, বাকিটা সময় ছন্নছাড়া