স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের দুই মেয়াদের কোচ ছিলেন সাবেক লিজেন্ড জিনেদিন জিদান। আর এই লিজেন্ড কোচ হয়ে আসার পর রিয়াল মাদ্রিদের সাফল্য ছিল চোখে পড়ার মত।
প্রথম মেয়াদে আড়াই বছরে তো ইতিহাসই তৈরি করেছেন তিনি। এই আড়াই বছরে তিনটি চ্যাম্পিয়নস লিগ সহ সব বড় বড় শিরোপা তিনি জিতিয়েছিলেন রিয়াল মাদ্রিদকে।
জিদান যখন দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে আসেন তখনও লা লিগার শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। আর এই দুই মেয়াদেই রিয়ালের একচেটিয়া আধিপত্য ছিল এল ক্লাসিকোতে।
তখন এল ক্লাসিকো মানেই রিয়ালের জয় এমন ফলাফল অলিখিত সত্য হয়ে গিয়েছিল। জিদানের রিয়ালকে হারানোটা সম্ভবই হয়নি বার্সালোনার।
তবে এখন জিদানের পথেই যেন হাটছেন জাভি। শিরোপার দিক থেকে জিদানের মত হতে না পারলেও এল ক্লাসিকোর ফলাফলের দিক থেকে সেদিকেই হাটছেন তিনি। সর্বশেষ তিনটি ক্লাসিকোতেই জয় পেয়েছে তার বার্সালোনা।