ব্রাজিলিয়ান এবং রিয়াল মাদ্রিদ তারকা রোদ্রিগো গোয়েস চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। গত মৌসুমের চেয়ে এবার নিজেকে অনেকটাই ছাড়িয়ে এসেছেন তিনি।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে তৃতীয় সর্বোচ্চ গোল করেছেন রোদ্রিগো গোয়েস। করিম বেনজামা এবং ভিনিসিয়াস জুনিয়রের পরই সর্বোচ্চ গোলে অবদান তার।
রোদ্রিগোর পছন্দের পজিশন হচ্ছে নাম্বার টেন পজিশন। এছাড়া সে লেফট উইংয়ে দুর্দান্ত। তবে রোদ্রিগো এই দুই পজিশনের কোনটাতেই কিন্তু বেশি খেলতে পারেনি। সে অধিকাংশ সময়টাই খেলেছে রাইট উইং কিংবা সেন্টার ফরোয়ার্ড হিসেবে।
এই পজিশনে খেলেই চলতি মৌসুমে সরাসরি ৩০টা গোলে অবদান রোদ্রিগোর। ১৯টা গোল তিনি করেছেন, সঙ্গে করেছেন ১১টা অ্যাসিস্ট।
রোদ্রিগো শুধু যে গোল অ্যাসিস্ট করেই রিয়াল ভক্তদের আশা দেখাচ্ছেন এমনটা কিন্তু নয়, তার ড্রিবলিং, তার ফিনিশিং এবং একই সঙ্গে ফ্রিকিক নেওয়ার দক্ষতাও আশা দেখাচ্ছে রিয়ালকে।
গতকাল সেভিয়ার বিপক্ষে রোদ্রিগো দুটি গোল করেছেন এবং এই দুটি গোলের একটি ছিল সরাসরি ফ্রিকিক থেকে। রোদ্রিগোর ফ্রিকিক নেওয়ার দক্ষতার কথা অজানা নয়, অনুশীলনেও সে ফ্রিকিক নিয়ে কাজ করে। তবে ম্যাচ কমই দেখা যায় এই ভুমিকায়। গতকাল যেন সেই সুযোগটা আসলো এবং দুর্দান্ত এক গোলে সেটার পূর্ণতা দিলেন।
এছাড়া দ্বিতীয় যে গোলটা করলেন সেখানেও দৃষ্টিনন্দন ড্রিবলিং। যেন পুরোপুরি রোনালদো নাজারিওর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে তার পায়ে। গত মৌসুমে ৯ গোল এবং ১০টি অ্যাসিস্ট করেছিলেন রোদ্রিগো। এবার সেটার সংখ্যা ১৯ গোল এবং ১১ অ্যাসিস্ট। এই রোদ্রিগো যেন একটু বেশিই স্পেশাল।