লিওনেল মেসি ২০২১ সালে বার্সালোনা ছেড়েছিলেন। বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষে তিনি বার্সালোনা ছেড়েছিলেন। মেসির বার্সা ছাড়ার একমাত্র কারণ হচ্ছে বার্সার খারাপ আর্থিক অবস্থা।
আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে বার্সালোনা ভালো ভালো প্লেয়ার কিনতে হিমশিম খাচ্ছিল। তাই তারা নিজেদের সিনিয়র কিছু প্লেয়ারকে বাধ্য করে ক্লাব ছাড়ার জন্য।
তারমধ্যে একজন হচ্ছেন জেরার্ড পিকে। ক্লাবের শীর্ষ বেতনভুক্ত প্লেয়ারদের একজন হচ্ছেন পিকে। তিনি তো ক্লাবকে সাহায্য করার জন্য মাঝপথেই অবসরের ঘোষণা দিয়েছিলেন।
এবার জর্দি আলবা এবং বুসকেটসও ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু এত কিছুর পরও বার্সার আর্থিক অবস্থা কিন্তু আগের জায়গাতেই আছে। আর এই বিষয়টি নিয়েই বার্সার দিকে অভিযোগ তুলেছেন পিকে।
পিকে বলেন, “আমি আনন্দের সঙ্গে বিদায় নিয়েছিলাম, কারণ এটা বার্সাকে বেতনের দিক থেকে অনেকটা জায়গা এনে দিয়েছিল। কিন্তু এরপরও সেখানে আর্থিক সমস্যা ছিল।
“তারা বলেছিল আমরা (বুসকেটস, জর্দি আলবা, পিকে) নাকি এরজন্য দায়ী। কারণ আমাদের বেতন অনেক বেশি। কিন্তু এখন আমরা সবাই ক্লাব ছেড়েছি, কিন্তু তারা এখনও প্লেয়ার কিনতে পারছে না।”