Logo

মিডফিল্ডারের আড়ালে মুখোশ পড়া স্ট্রাইকার বেলিংহাম


sports pratidin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৩, ১০:২৫ অপরাহ্ন / ৪৯৫
মিডফিল্ডারের আড়ালে মুখোশ পড়া স্ট্রাইকার বেলিংহাম

রিয়াল মাদ্রিদ এবারের সামার ট্রান্সফারে বেশ কিছু প্লেয়ার কিনেছে। এরমধ্যে তারা মিডফিল্ড শক্তিশালী করার জন্য দুজন প্লেয়ার কিনেছে। একজন হচ্ছেন বেলিংহাম, অন্যজন আর্দা গুলার।

আর্দা গুলারকে চলতি মৌসুমে এখনও নামাতে পারেনি রিয়াল মাদ্রিদ। কারণ, সে ইনজুরিতে ভুগছে। তাকে আরও অনেকগুলো দিন মাঠের বাইরে থাকতে হবে।

তবে বেলিংহাম চলতি মৌসুমে প্রত্যাশার চেয়েও বেশি পারফর্মেন্স করে যাচ্ছেন। মিডফিল্ডার হয়েও টানা গোল করে যাচ্ছেন তিনি স্ট্রাইকারদের মত।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪ ম্যাচ খেলে ৫টি গোল তিনি করেছেন। প্রতিটা ম্যাচে গোলের দেখা পেয়েছেন তিনি। প্রতিটা ম্যাচে রিয়ালের ত্রাতা হয়ে এসেছেন।

আদতে একজন মিডফিল্ডার তিনি, কিন্তু গোল করছেন স্ট্রাইকারদের মত। এ যেন মিডফিল্ডারের মুখোশের আড়ালে থাকা একজন স্ট্রাইকার।