Logo

রেকর্ড বয় নেইমারের জন্য বিশেষ বুট পুমার, এই বুটের রয়েছে ১০টি বিশেষত্ব


sports pratidin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৩, ৯:৩৪ পূর্বাহ্ন / ১০৭৪
রেকর্ড বয় নেইমারের জন্য বিশেষ বুট পুমার, এই বুটের রয়েছে ১০টি বিশেষত্ব

বলিভিয়ার বিপক্ষে ম্যাচে নেইমার জুনিয়র জোড়া গোলের মাধ্যমে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন। পেলেকে ছাড়িয়ে নেইমার হয়েছেন ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

নেইমার জুনিয়রের ক্যারিয়ারের এই স্মরণীয় মুহূর্তটি আরও স্মরণীয় করে রাখতে দারুণ এক কাজ করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমা। নেইমারের স্পন্সর থাকা এই প্রতিষ্ঠানটি নতুন একজোড়া বুট তৈরি করেছে।

তবে এই বুট সাধারণ কোন বুট নয়, বিশেষ ডিজাইনে তৈরি করা হয়েছে এই বুট। কিন্তু এই বুট শুধু মাত্র ৭৮ জোড়া তৈরি করা হয়েছে।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ছিলেন পেলে। তার গোল ছিল ৭৭টি। নেইমার ৭৮ গোল করায় এখন তিনি সর্বোচ্চ গোলদাতা। সেজন্য ৭৮ জোড়া বুট তৈরি করা হয়েছে।

এই ৭৮ জোড়া বুট নেইমারের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে এমন ৭৮জনকে দেওয়া হবে। সাদার মধ্যে গোল্ডেন কালারের মিশ্রনে দারুণ ভাবে তৈরি করা হয়েছে এই বুট যা ফুটবল ভক্তদের কাছে বেশ লোভনীয় হয়েছে।

এই বুটের আরেকটি বিশেষত্ব আছে। নেইমারের ক্যারিয়ারে বেড়ে উঠার পথে গুরুত্বপূর্ণ ১০টি মুহূর্তের স্মৃতি জড়িয়ে দেওয়া হয়েছে এই বুটের ডিজাইনে। কি সেই বিশেষ মুহূর্তগুলো?

১. নেইমার স্কুলে নোটবুকে পেলের ছবি একেছিলেন। সেটা আছে এই বুটের মধ্যে।

২. নেইমারের মা নেইমারের জন্য একটি চিঠি লিখেছিলেন। সেটাও সংযুক্ত করা আছে বুটের মধ্যে।

৩. নেইমার অনুশীলনে যাওয়ার জন্য যে বাস স্ট্যান্ডে অপেক্ষা করতেন সেই বাসস্ট্যান্ডের ছবিও সংযুক্ত করা আছে।

৪. নেইমারকে সান্তোসে সুযোগ করে দেওয়া সাবেক লিজেন্ড জিতোর ছবি আছে বুটের মধ্যে।

৫. যুব ক্যারিয়ারে প্রথম শিরোপা জয়ের স্মৃতি রাখা হয়েছে বুটের মধ্যে।

৬. নেইমারের ক্যারিয়ারের প্রথম কোচ বেতিনহোর ছবি আছে বুটের মধ্যে।

৭. ২০০৯ সালের ৭মার্চ নেইমারের অভিষেক হয় সান্তোসে। সেই মুহূর্তটাও আছে বুটের মধ্যে।

৮. সান্তোসে নেইমারের প্রথম গোল এবং গোল সেলিব্রেশনটাও জায়গা পেয়েছে বুটের মধ্যে।

৯. ব্রাজিলের হয়ে প্রথম যে গোলটা করেছিলেন সেটাও আছে এখানে।

১০. ব্রাজিলের হয়ে প্রথম যে শিরোপা জিতেছিলেন সেটাও আছে এখানে।