Logo

ব্যালন ডি অনুষ্ঠানে না যাওয়া নিয়ে কেভিন ডি ব্রুইনের মন্তব্য সত্যি নাকি মিথ্যা!


sports pratidin প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন / ৩১৭৪
ব্যালন ডি অনুষ্ঠানে না যাওয়া নিয়ে কেভিন ডি ব্রুইনের মন্তব্য সত্যি নাকি মিথ্যা!

রেকর্ড অষ্টমবারের মত ব্যালন ডি অর জিতেছেন লিওনেল মেসি। ফ্রান্সের প্যারিসে এবার ঝমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে ব্যালন ডি অর তুলে দিয়েছিলেন ইন্টার মিয়ামির মালিক ডেভিড বেকহাম।

লিওনেল মেসি এই ব্যালন ডি অর পাওয়ার পথে পেছনে ফেলেছেন আর্লিং হালান্ডকে। ম্যানচেষ্টার সিটির এই ফরোয়ার্ডেরও সম্ভাবনা ছিল এবার ব্যালন ডি অর জেতার।

গত মৌসুমে ট্রেবল জিতিয়েছিলেন তিনি ম্যানসিটিকে। গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন। মোট ৫৬টা গোল তিনি করেছিলেন। তাই অনেকের চোখে তিনি যোগ্য ছিলেন।

এই হালান্ডের ক্লাব সতীর্থ কেভিন ডি ব্রুইনের একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, কেভিন ডি ব্রুইন ব্যালন ডি অর অনুষ্ঠানে যায়নি কারণ এই পুরষ্কারটা নাকি হাস্যকর সার্কাসে পরিণত হয়েছে।

কিন্তু কেভিন ডি ব্রুইন কি এই কথা বলেছেন? তিনি আসলেই কি বলেছিলেন? বিস্তারিত দেখুন ভিডিওতে:-