দান এমন ভাবে করা উচিত যাতে ডান হাত ডান করলে বাম না জানে। ইসলাম এমনটাই শিক্ষা দেয়। আর এই শিক্ষাটাই যেন কাজে লাগালেন আফগানিস্তানের ক্রিকেটার গুরবাজ।
তিনি দান করলেন, সেটা করলেন ঘুমন্ত মানুষদের। যাদের দান করলেন তারা বুঝতেই পারল না তাদের কে টাকা দিয়ে গেল।
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে এবার খেলতে এসেছিল আফগানিস্তান এবং আফগান দলের অন্যতম সেরা সদস্য হচ্ছেন গুরবাজ। সেখানে এসেই এই কাজ তিনি করেছে।
তার দানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি অন্য কেউ করেছেন যিনি হয়তো গুরবাজকে চিনতে পেরেছিলেন।
সেখানে দেখা যায়, আহমেদাবাদে রাতের সময় গুরবাজ রাস্তার পাশে ঘুমন্ত মানুষদের পাশে টাকা রেখে তারপর সেখান থেকে চলে যাচ্ছেন। দেখুন সেই ভিডিওটি:-
আপনার মতামত লিখুন :