বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দলে প্রথমবারের মত ম্যাচ খেলেছিলেন মেসি। ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা সেই ম্যাচে হেরেছিল ৩-১ গোলে। অনেকেই এই হারের জন্য কেবল মেসিকেই দায়ী করছেন। তাছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসি কিছুই করতে পারেনা বলেও কথা শুনতে হয় তাকে। আর এসব নিয়ে ছেলের কাছ থেকেও শুনতে হয় নানান প্রশ্ন।
একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, “আমার ছেলে আমাকে প্রশ্ন করে, কেন আমি আর্জেন্টিনাতে ফিরলে মানুষ আমাকে মেরে ফেলতে চায়।”
“এটা আমার জন্য কঠিন। আমার ছেলেও মিডিয়ার এই মন্তব্য গুলো দেখে। আমার ছেলে সব সময় ইউটিউবে ভিডিও গুলো দেখে এবং আমাকে প্রশ্ন করে।”
“তবে আমি এগিয়ে যেতে চাই। আমি এখনো আর্জেন্টিনার হয়ে কিছু জিততে চাই। আমি গুরুত্বপূর্ন ম্যাচগুলো খেলতে চাই। আমরা ২০১৪ বিশ্বকাপের ফাইনালে পৌছেছিলাম, এটা সহজ ছিল না।”