আর্জেন্টিনা জাতীয় দলের সবকিছুই চলে মেসির কথাতে। কে নামবে, কে থাকবে একাদশে, কাকে বদলি করা হবে সব কিছুই মেসির ইশারায় হয়ে থাকে এমন অভিযোগ অনেক দিনের।
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার সাবেক তারকা বাতিস্ততা বলেছিল, দলের ভেতরে আরেকটি দল হল মেসি দল। তার ইশারাতেই সব কিছু হয়। আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন চালায় মেসি। তার কথাতেই সব কিছু হয়।
এর আগে জর্জ সাম্পাওলি যখন কোচ ছিল, তখন একটি ম্যাচের ভিডিও ফুটেজ তেমন কিছু ইঙ্গিত করেছিল যা নিয়ে মিডিয়াতে প্রচুর জলঘোলা হয়েছিল।
বিভিন্ন সময় এই সমালোচনা গুলো মেসির কানেও পৌছেছে। আর এতে করে বেশ কষ্ট পাচ্ছেন মেসি।
তিনি বলেন, ‘আমি জাতীয় দলের কোচ নির্দিস্ট করিনা। আমি এই ধরনের অনেক খারাপ কথা শুনেচি এবং এগুলো আমাকে কষ্ট দেয়।’
‘যদি আমরা বিশ্বকাপ জিততাম, তাহলে এগুলো কিছুই হত না। সবকিছুই ভিন্নরকম হত। আমরা হেরেছি ক্ষুদ্র কারণে। অনেক সুযোগ মিস করেছিলাম।’
‘সবাই বলে আমি প্লেয়ার নির্বাচন করি। কিন্তু যদি আমি প্লেয়ার নির্বাচন করতাম তাহলে অ্যাগুয়েরু প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে থাকত।’