বিশ্বকাপের পর ল্যাতিন আমেরিকার ফুটবলে সবচেয়ে বড় টুর্নামেন্ট হল কোপা আমেরিকা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের এবারের আসরটি হবে জুন মাসে।
কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফল দল হল আর্জেন্টিনা ও উরুগুয়ে। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৫ বার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে এবং দ্বিতীয় সর্বোচ্চ ১৪বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ব্রাজিল জিতেছে আট বার।
শিরোপা জয়ের হিসেবে উরুগুয়ে সবচেয়ে এগিয়ে থাকলেও টুর্নামেন্ট বিভিন্ন আসরে সেরা গোলদাতা হওয়ার দিক দিয়ে সবার থেকে এগিয়ে আছে আর্জেন্টিনা।
এখন পর্যন্ত উরুগুয়ের তারকারা সেরা গোলদাতা হয়েছে ১২ বার। ব্রাজিলের খেলোয়াড়রা সেরা গোলদাতা হয়েছে ১১ বার। অন্যদিকে আর্জেন্টিনার খেলোয়াড়রা সেরা গোলদাতা হয়েছে ১৯বার।