গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা ছিল কার্ডিফ সিটির বিপক্ষে। আর এই খেলা চলার সময় একটি গ্রামে নেমে এসেছিল ভৌতিক নিরবতা। কিন্তু কেন?
এই গ্রামটি হল নরওয়ের ছোট্টগ্রাম ক্রিশ্চিয়ানসুন্ড। ম্যানইউর ম্যাচের সময় এই গ্রামের রাস্তা ঘাট একেবারেই জনহীন হয়ে যায়। তার কারণ হল, সবাই তখন খেলা দেখার জন্য টিভির সামনে বসে যায়।
এই গ্রামের সবাই ম্যানইউ ভক্ত, এর পেছনে কারণ কি? ম্যানইউর বর্তমান কোচ সোলসজার এই গ্রামেরই মানুষ। এখানেই তার শৈশব কেটেছে। এইখানেই একটি ক্লাবে খেলেছেন তিনি। তার বোন এখনো এই গ্রামেই থাকেন। সোলসজারের সন্তানও খেলেন সেই ক্লাবেই যেখানে সোলসজার নিজে খেলেছেন ছোট বেলায়।
পরিচিতরা বলেন, তাঁর মতো বিনয়ী মানুষ নাকি হয় না! স্থানীয় শিশুদের সেলফি তোলার আবদার আর বড়দের দেখলে পরিচিত হাসি, কোনো কিছুতেই কখনো না নেই তাঁর।
আর এই কারণেই যখন ম্যানইউর খেলা হয়, তখন এই গ্রামের সবাই খেলা দেখতে বসে যান। খেলায় জয়ী হলে চলে গ্রাম জুড়ে উৎসব।