উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ম্যানসিটি। টটেনহামের কাছে হেরে বিদায় নিয়েছে দলটি।
প্রথম লেগে ম্যানসিটি হেরেছিল ১-০ গোলে। সেই ম্যাচটি ছিল টটেনহামের মাঠে। এরপর দ্বিতীয় লিগে দারুণ খেলে ৪-৩ গোলে জিতেছিল ম্যানসিটি। কিন্তু অ্যাগ্রিগেট ৪-৪ হলেও প্রতিপক্ষের মাঠে গোলের সুবিধা নিয়ে শেষ চারে উঠে টটেনহাম।
এমন বিদায়ের পর ম্যানসিটি ভক্তদের কাঠগড়ায় এখন সার্জিও অ্যাগুয়েরু। এই হারের জন্য এই তারকাকেই দায়ী করছে সিটি ভক্তরা।
টটেনহামের মাঠে ম্যানসিটি একটি পেনাল্টি পেয়েছিল। সেই পেনাল্টি নিয়েছিল অ্যাগুয়েরু। কিন্তু মিস করেন তিনি। তার শট আটকে দিয়েছিল টটেনহাম গোলকিপার। যদি সেটা গোল হত তাহলেই আজকে ম্যানসিটিকে বিদায় নিতে হত না।